শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করার আহ্বান ট্রাম্পের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ-কে চিঠি লিখে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্টকে লেখা চিঠিতে বলেছেন, পাঁচ বছর ধরে চলমান নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলাগুলো ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক।’

 

হারজগের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প লেখেন, তিনি ইসরায়েলের বিচারব্যবস্থার স্বাধীনতাকে ‘সম্পূর্ণভাবে সম্মান’ করেন, কিন্তু তার বিশ্বাস, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাগুলো ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক।’ এই চিঠিতে ট্রাম্প ইসরায়েলকে শান্তির পথে এগিয়ে নেওয়ার জন্য নেতানিয়াহুকে ‘দৃঢ় ও সফল যুদ্ধকালীন প্রধানমন্ত্রী’ হিসেবে প্রশংসা করেছেন।

 

ট্রাম্প চিঠিতে আরও লেখেন, ‘ইসরায়েল রাষ্ট্র ও অসাধারণ ইহুদি জাতি গত তিন বছর ধরে কঠিন সময় অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে আমি আপনাকে আহ্বান জানাচ্ছি বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করতে।’ তিনি বলেন, নেতানিয়াহু তার ‘দীর্ঘদিনের সহযোদ্ধা, বিশেষ করে ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে।’উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের তিনটি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে বিচার প্রক্রিয়াকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়ে আসছেন।

 

নেতানিয়াহু পরে ট্রাম্পকে তার ‘অসাধারণ সমর্থনের’ জন্য ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) লেখেন, ‘আপনি সবসময় সরাসরি বলেন, যেভাবে বিষয়টা আসলে আছে। আমি আমাদের নিরাপত্তা জোরদার ও শান্তি প্রসারে অংশীদারিত্ব অব্যাহত রাখার অপেক্ষায় আছি।’

 

হারজগের দপ্তর এক কূটনৈতিক ভাষায় জানিয়েছে যে, তারা ‘ট্রাম্পকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞ।’ তবে তারা স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলের প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী ‘কেউ যদি প্রেসিডেন্টের ক্ষমা পেতে চায়, তাহলে নির্ধারিত পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে তাকে আবেদন করতে হবে।’

 

ইসরায়েলের মৌলিক আইনে বলা আছে, প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষমা করতে বা সাজা হ্রাস করতে পারেন, তবে সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী জনস্বার্থে বা বিশেষ ব্যক্তিগত পরিস্থিতিতে দণ্ড ঘোষণার আগেও ক্ষমা করে দেওয়া যেতে পারে। তবে এর জন্য অভিযুক্ত ব্যক্তি বা তার ঘনিষ্ঠ আত্মীয়ের পক্ষ থেকে আবেদন করতে হয়। এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ অবশ্য এক্সে লিখেছেন, ‘স্মরণ করিয়ে দিই: ইসরায়েলি আইনে ক্ষমা পাওয়ার প্রথম শর্ত হলো অপরাধ স্বীকার ও অনুশোচনার প্রকাশ।’

সূত্র: বিবিসি

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102