ঠাকুরগাঁওয়ের হরিপুরে হলুদের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে
মোঃ বরকতুল্লাহ,হরিপুর প্রতিনিধি
প্রকাশের সময় :
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
৮০ দশকে কৃষক ব্যাপক হারে হলুদের চাষাবাদ হতো। কিন্তু ওই সময়ে হলুদের দাম না থাকা ধীদে ধীরে হলুদের চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নেয় কৃষকরা। তবে দেশে এখন বাণিজ্যিক ভাবে হলুদের চাহিদা বাড়ছে। বাজারে দামও ভালো হওয়ায় হলুদ চাষে আগরহী হয়ে উঠেছেন কৃষকরা।
উপজেলার হলুদ চাষী কৃষক নয়ন বলেন, এক সময় হলুদের চাহিদা এবং দামও ছিল না তাই আমি হলুদ চাষ করতাম না। বাজার থেকেই কিনে চাহিদা মেটাতাম। বাজারে এখন হলুদের চাহিদা ও দাম বাড়ছে। আমি এবার ৪০ শতক জমিতে হলুদের চাষ করেছি । এখন পযুক্ত খরচ হয়েছে প্রায় ৪০-৫০ হাজার টাকা। কৃষি অফিসের সহযোগিতায় আবার করতেছি এবং নিজের প্রচেষ্টায় আবাদ করি আশা করি আগামীতে আমার দেখাদেখি হরিপুরে হলুদের আবাদ বৃদ্ধি পাবে। । মুদি দোকান্দার জুয়েল বলেন, বর্তমান বাজারে শুকনো হলুদের শুট ২শ’ টাকা কেজি এবং হলদের গুঁড়া ২শ’৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হরিপুর উপজেলা কৃষি অফিসার মোঃ রুবেল হুসেন বলেন, আবাদি ও অনাবাদি এবং পতিত জমিসহ ৩০ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ২৫ হেক্টর। এ বছর তা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩০ হেক্টর। হলুদ ফসলের আয়ুকাল ১০-১২ মাস। বেলে দোআঁশ ও ছায়া যুক্ত জমিতে হলুদের চাষ ভালো হয়। হলুদের আবাদে প্রতি হেক্টর জমিতে ফলন হতে পারে ২০ টন। বর্তমান বাজারে হলুদের দাম ও চাহিদা বাড়ায় এ উপজেলায় হলুদের চাষ আদাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অফিস সুত্রে জানা যায়।