এ ছাড়াও বানিয়াবাড়ি শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে জমিদাতা হিসেবে ১/২ কাঠা জমি ক্রয় করাসহ উক্ত মন্দিরের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি প্রত্যাশা করেন জীবনের বাকি সময় এই মহতি কর্মের ধারা অব্যাহত রাখবেন। তাই তিনি সকল সাধু গুরু বৈষ্ণব এর নিকট আশীর্বাদ কামনা করেন যেন সকলের আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপায় এমন মহতী কর্মের ধারা অব্যাহত রাখতে পারেন।
আর এই মহতি কর্মে সহায়তা করেছেন বানিয়াবাড়ী গ্রামের পরম ভক্ত বাবু রাম চন্দ্র দাস, ডেমর পাড়া গ্রামের জমিদাতা সদস্য এবং সহ-সভাপতি ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি বাবু গুরুপদ সরকার, ৪২নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার দাস, হারবাইদ বাজারপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি বাবুর রাম মোহন বর্মনসহ আরো অনেক ভক্তবৃন্দ।