শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

পাল্টাপাল্টি কর্মসূচি এবং ক্ষোবে বিক্ষোভে উত্তাল কালীগঞ্জ

শ্যামল কুমার মন্ডল,কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
আসন্ন নির্বাচনের রোড ম্যাপ অনুযায়ী সাতক্ষীরা ৩ আসনের কালিগঞ্জ আশাশুনির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন না পাওয়ায় আজ মঙ্গলবার (৪ -১১- ২০২৫ ) ডাক্তার শহিদুল আলমের পক্ষের ভক্ত সমর্থকরা দিনভর বিক্ষোভ করেছে কালীগঞ্জ আশাশুনির বিভিন্ন স্থানে।
      উল্লেখ্য গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন নির্বাচনে তাদের নির্বাচনী রোড ম্যাপ অনুসারে সাতক্ষীরা চারটি আসনের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছিল। আশাশুনি কালীগঞ্জ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন কাজী আলাউদ্দিন সাহেব।।
 কিন্তু ডাক্তার শহিদুল আলমের সমর্থকরা এই বিষয়টি সহজে মেনে নিতে পারেনি। তাদের ধারণা ছিল ডাক্তার শহীদুল আলম গণমানুষের নেতা এবং সেই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হবেন। ফলে বিক্ষোভে ফেটে পড়েন ডাক্তার শহিদুল আলমের সমর্থকরা। গতরাতে দেওয়া কর্মসূচি অনুসারে উপজেলার নলতা বাজারের দোকানপাট সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত বন্ধ করে দেয় এবং নলতা চৌমাথা বাজার এলাকায় সকাল থেকে বিক্ষোভ করে রাস্তা অবরোধ করে রাখে।
 পরবর্তীতে বিকালে কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি চালানোর ঘোষণা দেয়া হয় এবং সকল সমর্থকদের কালীগঞ্জে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
 ঘোষিত কর্মসূচি অনুসারে সমর্থকরা সেখানে হাজির হয় এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা থেকে কালিগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ডাক্তার শহিদুল আলমের সমর্থকরা উচ্চস্বরে বলতে থাকে,ডাক্তার শহিদুল আলম বিএনপি’র একজন নিবেদিত প্রাণ।সে এই দলের জন্য তার চাকরি ছেড়ে দিয়েছে। গণমানুষের পাশে থেকেছে সব সময়। ডাক্তার শহিদুল আলম ছাড়া অন্য কাউকে প্রার্থী হিসাবে তারা মন থেকে মেনে নিতে পারবে না।
 এদিকে বিকাল ৩টার সময় বিএনপি’র মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের ধানের শীষের ভোটের প্রচারণা সভার আয়োজন করা হয় কালীগঞ্জ সরকারি কলেজ মাঠে। প্রচারণা সভার উদ্দেশ্যে আশাশুনি এবং কালীগঞ্জের বিভিন্ন স্থান থেকে সমর্থকরা আসতে থাকে। সভা শুরু হয় যথা সময়ে এবং বিকাল ৫ টা ১৫ মিনিটে শেষ হয় এই সভা।
 সভায় কাজী আলাউদ্দিন সাহেব ধানের শীষের পক্ষে ভোট চান এবং সকলকে দল-মত নির্বিশেষে একযোগে কাজ করে ধানের শীষ কে জয়ী করানোর আহ্বান জানান।
 পাশাপাশি দুটি কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎকণ্ঠা ছিল চোখে পড়ার মতো। গাড়ি চলাচল ছিল সীমিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
 অপরদিকে কালিগঞ্জ- আশাশুনি থেকে মনোনয়ন প্রত্যাশী আর একজন প্রার্থী ইঞ্জিনিয়ার মুকুল হোসেন দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে কাজী আলাউদ্দিনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং নেতাকর্মীদের কাজী আলাউদ্দিনের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।
     তবে এ কথা বলা বাহুল্য যে চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে একটি দিন পার করেছে কালীগঞ্জ আশা শুনির সাধারণ জনগণ। আর যেন এ ধরনের কর্মসূচি না দেয়া হয় এবং সকলে মিলে ধানের শীষ যাতে জয়ী হয় তার জন্য ব্যবস্থা নিতে উভয়ের কাছে আহ্বান করেছেন সাধারণ ধানের শীষে ভক্তরা।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102