তিনি জানান, এটি সম্ভাব্য প্রার্থীদের তালিকা—স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো সময় পরিবর্তন হতে পারে। শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেও প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকেন্দ্রিক কৌশল নিয়ে বিস্তর আলোচনা হয়।
ময়মনসিংহ বিভাগে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন, জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২: এ ই সুলতান মাহমুদ বাবু,জামালপুর-৩: মো. মুস্তাফিজুর রহমান বাবুল,জামালপুর-৪: মো. ফরিদুল কবির তালুকদার শামীম,জামালপুর-৫: শাহ মো. ওয়ারেস আলী মামুন,শেরপুর-১: সানসিলা জেবরিন,শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী,শেরপুর-৩: মো. মাহমুদুল হক রুবেল, ময়মনসিংহ-১: সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২: মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩: মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৪: স্থগিত, ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬: মো. আখতারুল আলম, ময়মনসিংহ-৭: ডা. মো. মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮: , ময়মনসিংহ মাজেদ,ময়মনসিংহ-৯: ইয়াসের খান , ময়মনসিংহ,ময়মনসিংহ-১০: ফাঁকা রাখা হয়েছে, ময়মনসিংহ-১১: ফকর উদ্দিন আহমেদ।
নেত্রকোণা-১: ব্যারিস্টার কায়সার কামাল,নেত্রকোণা-২: মো. আনোয়ারুল হক,নেত্রকোণা-৩: রফিকুল ইসলাম হিলালী,নেত্রকোণা-৪: মো. লুৎফুজ্জামান বাবর,নেত্রকোণা-৫: মো. আবু তাহের তালুকদার।
মির্জা ফখরুল জানান, নির্বাচন কমিশন ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করতে পারে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিও সে অনুযায়ী নির্বাচন প্রস্তুতি ও প্রার্থী চূড়ান্তকরণের শেষ ধাপে রয়েছে।