স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পরিবারের লোকজন আফরিনকে ঘরের পাশে একটি কাঠের খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানান, আফরিন যে খুঁটিতে দড়ি বেঁধে ঝুলে ছিল, সেটি আফরিনের উচ্চতার চেয়ে নিচু ছিল। ফলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্তের দাবি জানান তারা।
কয়রা থানার ওসি মোতালেব হোসেন বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এটি আত্মহত্যা নাকি হত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে।