শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

কালীগঞ্জের সমসকাটিতে সপ্তাহব্যাপী সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শুরু

শ্যামল কুমার মন্ডল,কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের সমসকাটি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার থেকে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের সাতদিনব্যাপী পূজা উৎসব শুরু হচ্ছে।

গতকাল বুধবার দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পূজার শুভ সূচনা হয়। সমসকাটি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সভাপতি সুকান্ত বর্মন ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল জানান শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের সপ্তাহব্যাপী পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় অতিথিদের আগমন ও মহাআরতি, ৩১ অক্টোবর শুক্রবার, জগদ্ধাত্রী মায়ের দশমি বিহিত পূজা ও সন্ধ্যা ৭ ঘটিকায় সনাতন ধর্মীয় আলোচনা সভা, ১ নভেম্বর শনিবার মা জগদ্ধাত্রী নাট্য সংস্থা অভিনীত সামাজিক যাত্রাপালা জ্বলন্ত চিতায় জীবন্ত বধু অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর রবিবার সন্ধ্যা ৮ঃ০০ ঘটিকায় ধর্মীয় বাউল সংগীত অনুষ্ঠান। ৩ নভেম্বর সোমবার রাত্র ৮ ঘটিকায় সূর্য তরুণ নাট্য সংস্থা অভিনীত কুমার প্রণব পরিচালিত ও অভিনীত সামাজিক যাত্রাপালা মৃত্যুর চোখে জল অনুষ্ঠিত হবে। ৪ নভেম্বর মঙ্গলবার জগদ্ধাত্রী পূজার সমাপনীতে আবির খেলা, নিরঞ্জন ও মিষ্টিমুখের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
 ধর্মপ্রাণ হিন্দুরা মনে করে জগদ্ধাত্রী পূজার মাধ্যমে পৃথিবীতে শান্তি বর্ষিত হবে। অন্ধকার ঘুচে যাবে এবং আলোয় আলোকিত হবে পৃথিবী।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102