সারাদেশের মত দেশের বিভিন্ন জেলায়, উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সোমবার (২৭ অক্টোবর) দিনভর আনন্দ র্যালি, পথসভা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয় দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়
জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে দেখা যায়।
র্যালিটি তারাকান্দা উপজেলা মহা সড়কে দক্ষিণ বাজার চৌধুরী রাইজ মিলে হতে যাত্রা শুরু করে রাজপথ পদক্ষিণ করে উপজেলা ভবনের কাছাকাছি যেয়ে শেষ হয়। তবে সকাল থেকে যুবদলের বিপ্লবী নেতা, যারা সভাপতি /সাধারণ সম্পাদক / সাংগঠনিক সম্পাদকের মত পদপ্রার্থীরা উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ড হতে যুবদলের খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দিতে দেখা যায়। বেশ কয়েকটি মিছিল আলোচনা ও সমালোচনার মত ছোট-বড় প্রশ্ন উঠে এবং কার মিছিল কতটা বড় হয়েছে তা নিয়ে উপজেলার প্রতিটি চা-ষ্টোলে , দোকানে দোকানে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আলোচনা সমালোচনা করতে দেখা যায়। গত ১৬ বছর পর তারাকান্দায় যুবদলের এমন প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হওয়ায় বিএনপি পন্থি সকল স্তরের নেতৃবৃন্দ খুব আনন্দিত ও খুশির বহিঃপ্রকাশ দেখা যায়।
প্রধান অতিথি মোতাহার হোসেন তালুকদার বলেন-বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সনদ। আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এদেশের মানুষের ভোটের অধিকার তাদের কাছে ফিরিয়ে দিতে চান জনাব তারেক রহমান।আগামীর বাংলাদেশে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবে তারাকান্দা উপজেলা যুবদল।
তিনি আরও জানান, আমাদেরতে জনাব তারেক রহমান ডেকে নিয়ে জানিয়ে দিয়েছেন যে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ৷ করার আহ্বান জানান এবং দেশের মানুষের কল্যাণে দলতে সুসংগঠিত করার আহ্বান জানান।
তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রাসেল মন্ডলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন-বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির তারাকান্দা উপজেলা শাখার সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান,যুগ্ম-আহবায়ক আব্দুল মালেক আর্মি, কাজী আব্দুল বাতেন, আশাদুল হক মন্ডলসহ যুগ্ম আহ্বায়কগণ। যুবদলের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ উপজেলা যুবদল নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।