এই বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লাহ জানায়,পাচারকারী ঢাকা থেকে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই ব্যাক্তি আরও জানায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করেছিল। এই ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান।