২৩ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় রামপাল সদর ইউনিয়নের মালিডাঙ্গা বালু মাঠ এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও বাগেরহাট -২(রামপাল,মোংলা ও ফকিরহাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
এ সময় তিনি উপস্থিত নারী-পুরুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি সকলের মাঝে তুলে ধরেন ৩১ দফা সমূহ। এ ৩১ দফার মধ্যে রয়েছে সকল পেশার মানুষের উন্নতি।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে বেকার যুবকদের কর্মসংস্থার ব্যবস্থা করা হবে। মহিলারা স্বাধীনভাবে নিজের অধিকার ফিরে পাবে। গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য একমাত্র বিএনপি লড়াই করে গেছে। এখন ও বিএনপি লড়াই চালিয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে বাগেরহাট জেলাকে আধুনিক জেলা গড়ে তোলা হবে। এছাড়া বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করবে তা ৩১ দফার মধ্যে পরিস্কার ভাবে তুলে ধরা হয়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ বাগেরহাট কে ধ্বংস করে গেছে। শেখ হাসিনা তার ভাই, ভাইপো দিয়ে বাগেরহাট জেলাকে জিম্মি করে সন্ত্রাসীর আস্তানা তৈরি করেছে।
তিনি আরো বলেন, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান প্রত্যেক জনপদের খোঁজ রাখেন এবং সমস্যাগুলো নিয়ে ভাবেন। আগামীতে আপনারা বিএনপির সাথে থাকবেন।আপনাদের নিয়ে বিএনপির নতুন ভাবে দেশ গড়ে তুলবে।
এ নির্বাচনী উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হাওলাদার।
আর উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা দলের সভাপতি মোসাম্মৎ লুৎফর নাহার, তাঁতি দলের সভাপতি সরদার বাকি বিল্লাহ,কৃষক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেন, মুক্তিযুদ্ধা দলের সাধারণ সম্পাদক এমএ রশিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাম্মৎ জয়নাব বেগম, তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ আলম মুন্সি, ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ একরামুল শেখ সহ প্রমুখ।
নির্বাচনী উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের সভাপতি মোঃ হেমায়েত হোসেন এবং সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সদস্য এস এম নাসির উদ্দিন ও রামপাল উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী।