সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা উপলক্ষে নীলফামারীর জলঢাকায় দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন কালীপূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপজেলার বালাগ্রাম ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন এলাকার কালীপুজা মন্ডপ পরিদর্শন করেন ও পুজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করে সমিতির পক্ষ থেকে তাদের নিকট আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দলিল লেখক সমিতির পক্ষে সদস্য সরকার,শফিকুল ইসলাম তারেক সরকার, নজরুল ইসলাম,সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান সহ সমিতির নেতৃবৃন্দ। পরে পুজা কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।