প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়কাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জেড মতুর্জা চৌধুরী তুলা, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ সভাপতি ও ড্যাবের সাবেক মহাসচিব ডাঃ আব্দুস সালাম, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক আবুতাহের ও স্বেচ্ছাসেবক দলের সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
খেলায় নিধারীত সময়ের মধ্যে কোন পক্ষ গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ঠাকুরগাঁও সি এফ সি চাম্পিয়ন ও সৈয়দপুর ফুটবল একাডেমি রানার্স আপ হয়। বিজয়য়ীদের মাঝে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন চ্যাম্পিয়ন প্রাইজমানি ৭৫ হাজার টাকা ও রানার্স আপ দের ৫০ হাজার টাকা প্রাইজমানি তুলেদেন।