উপস্থিত বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হলে সরকারি-বেসরকারি সমন্বয় অপরিহার্য। দেশে কৃষি, শিল্প এবং কারিগরি খাত গুলোতে উন্নয়নের জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা রূপান্তরের চলমান প্রকল্প সমূহের অগ্রগতি, স্থানীয় উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে অংশ গ্রহণ কারীরা রূপান্তরের কার্যক্রমের প্রশংসা করে টেকসই উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।