শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫

মোঃ মাসুদ আলম, রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোদাগাড়ীতে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
১৩ অক্টোবর (সোমবার) সকাল ১০টায়
 উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে
FOOD FOR
THE HUNGRY সহযোগিতায়
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।এরপর
দিবসটি উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
​  গোদাগাড়ী ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে। এই মহড়ায় সাধারণ মানুষ, বিশেষত শিক্ষার্থীদের, হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল শেখান—গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা কীভাবে দ্রুত ও নিরাপদে নেভানো যায়। এছাড়া, বর্ষাকালে বা অন্য সময়ে পানিতে ডুবে গেলে উদ্ধার তৎপরতার বাস্তব অভিজ্ঞতা ও কৌশল সম্পর্কেও ফায়ার সার্ভিসের কর্মীরা  আলোচনা করেন।
​এ  সময় উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ,শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ,
এ কে এম মোমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , নিলুফার ইয়াসমিন মহিলা বিষয়ক কর্মকর্তা , খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী প্রমূখ। উপস্থিত সকলে দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর জোর দেন। এছাড়াও এতে অংশ নেয় বিভিন্ন স্তরের লোকজন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102