টিকাদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোন্দকার আজিম আহমেদ এনডিসি, বিভাগীয় কমিশনার, রাজশাহী মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোমেনা মনি, অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ), ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান,।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার ম বলেন, “একসময় বিভিন্ন রোগে অসংখ্য শিশু আক্রান্ত হতো বা অকালেই প্রাণ হারাতো। সরকারের বিভিন্ন টিকাদান কর্মসূচির ফলে আজ সেই রোগগুলো নেই বল্লেই চলে। টাইফয়েড এখনো একটি প্রাণঘাতী রোগ, যা প্রতি বছর প্রায় আট হাজার প্রাণ কেড়ে নেয় যার ৭০ শতাংশই শিশু। বর্তমান সরকারের উদ্যোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি চালুর মাধ্যমে শিশুদের জীবনের নিরাপত্তা আরও সুদৃঢ় হলো।”
তিনি আরও বলেন, সুস্থ ও নিরাপদ জীবন গড়তে প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টিকাদানের আওতায় আনা আমাদের সবার দায়িত্ব। তাই সময়মতো টিকা দিয়ে শিশুকে নিরাপদ ভবিষ্যৎ প্রদানে প্রতিটি অভিভাবককে উৎসাহ প্রদান করেন। পরিশেষে তিনি এই টিকাদান কর্মসূচীর সাফল্য কামনা করেন।