গোদাগাড়ীতে বুথ ভিত্তিক কমিটির নির্বাচনী কর্মকৌশল শীর্ষক “কর্মশালা ” অনুষ্ঠিত
মোঃ মাসুদ আলম, রাজশাহী প্রতিনিধি
প্রকাশের সময় :
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে বুথ ভিত্তিক কমিটির নির্বাচনী কর্মকৌশল শীর্ষক “কর্মশালা ” অনুষ্ঠিত হয়।শনিবার (১১ অক্টোবর,২০২৫) গোদাগাড়ী পৌর শাখার আমীর আলহাজ্ব আনারুল ইসলামের সভাপতিত্বে পৌর সেক্রেটারি মাওলানা শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, রাজশাহী-১ (গোদাগাড়ী -তানোর) সংসদীয় আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি জননেতা অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের আমীর, আসন্ন গোদাগাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনীত প্রার্থী জননেতা অধ্যাপক আব্দুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবুল হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা শাখার সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক কামরুজ্জামান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা শাখার সভাপতি জামায়াত মনোনীত গোদাগাড়ী পৌরসভার মেয়র প্রার্থী ড.ওবায়দুল্লাহ প্রমুখ।