শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন

নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক এমপি এম এ এইচ সেলিম

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট, বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
বাগেরহাট পৌর বিএনপি’র সদস্য ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার নিহত সাংবাদিক এস এম হায়াত উদ্দীনের পরিবারের পাশে দাঁড়ালেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ এইচ সেলিম।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংবাদিক হায়াত উদ্দীনের কবর জিয়ারত করেন ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের বিষয় সার্বিক খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা হিসেবে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। নিহত সাংবাদিকের দুই মেয়ের এইচএসসি পর্যন্ত লেখাপড়ার যাবতীয় খরচ বহনের দায়িত্বভার গ্রহণের আশ্বাস দেন।
এ সময় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবুল হক কিশোর, সাবেক পৌর কমিশনার ও বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল’সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৩ অক্টোবর বাগেরহাট পৌর বিএনপি’র সদস্য ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এস এম হায়াত উদ্দীনকে দুস্কৃতিকারিরা পৌরসভার হাড়িখালি নামক স্থানে তার নিজ বাড়ীর পাশে নির্মমভাবে হত্যা করে। তার পরিবারের দায়ের করা মামলায় ঢাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম বলেন, হায়াত উদ্দীন একজন বিএনপি নেতা, পাশাপাশি সাংবাদিক হিসেবে সত্য প্রকাশের জন্যই দুস্কৃতিকারিদের দ্বারা নিহত হয়েছেন। সাংবাদিক এস এম হায়াত উদ্দীনকে হত্যাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং নিহতের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102