উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম , থানা সেকেন্ড অফিসার জাহাঙ্গীর হোসেন, সবুজ সংঘের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদুল,সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সহ সভাপতি আকরাম হোসেন,কোষাধক্ষ্য সঞ্জয় মন্ডল,ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মানুষের জীবনে বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান সীমাহীন বলে উল্লেখ করেন। অপ্রয়োজনে বৃক্ষ নিধন না করার জন্য আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তৃতায় অনুজা মন্ডল বলেন, বৃক্ষ অক্সিজেন দেয়,যা মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিষয়। তিনি প্রতিটি পরিবারে বছরে অন্তত একটি করে বৃক্ষরোপনের জন্য আহ্বান করেন। বাড়ির আশেপাশে ফলজ বৃক্ষরোপনের কথা বলেন।
এ ধরনের বৃক্ষমেলার আয়োজন করার জন্য সবুজ সংঘ সহ এলাকাবাসীকে ধন্যবাদ জানান।
মেলায় প্রত্যেকদিন সংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশ সচেতনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ১৮ই অক্টোবর ২০২৫ পর্যন্ত। মেলায় বৃক্ষ কেনার জন্য রাখা হয়েছে বেশ কয়েকটি স্টল। তাছাড়া বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, বস্ত্র,খেলনা সহ বিভিন্ন বিভিন্ন ধরনের স্টলের ব্যবস্থা রাখা হয়েছে।