বুধবার (০৮ অক্টোবর) সকালে উপজেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান।
এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন প্রমুখ।
এসময় ২৭০ জন কৃষককে প্রতি ২০ শতাংশ জমির জন্য মাঠে চাষ যোগ্য লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, শশার বীজ ও প্যাকেট (বেগুন, পালংশাক, লালশাক, মুলা, বাটি শাক, লাউ) এবং ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।