অপপ্রচারের বিষয়টি মুজিবুর রহমানের নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই ফেসবুক প্রোফাইলের বিরুদ্ধে স্থানীয় পূবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঐ যুবদল নেতা ।
সাধারণ ডায়েরি সুত্রে জানা গেছে সত্যের সন্ধানে বিএনপি ও পূবাইলের জনগন নামে বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে পূবাইল থানা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান কে নিয়ে নানান সময়ে কুরুচিপূর্ণ পোষ্ট করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে ডায়েরি তে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পূবাইল থানা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, পূবাইলে যুবদলের একটি সুনাম আছে, যা নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালাচ্ছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি আইনি পদক্ষেপ ও চালিয়ে যাচ্ছি, আশা করছি দ্রুতই অপরাধী ধরা পরবে।