মাননীয় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মহোদয় বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন হিসেবে চিরাচরিত ভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে যাচ্ছে এবার ও তার ব্যতিক্রম হবে না। এবারের পুজা যাতে নির্বিঘ্নে করতে পারে সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত আমাদের সার্বিক সহযোগিতা আপনাদের জন্য থাকবে। পরিশেষে আপনাদের সামগ্রিক মঙ্গল কামনা করছি।
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মাননীয় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মহোদয়।
বুধবার (০১লা অক্টোবর ২০২৫ ইং)
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) জিএমপি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ভাদুন সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেন।