রামপালে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষে রামপাল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
তিনি শুভেচ্ছা বিনিময় বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন।
তিনি আরো বলেন, সকল সাম্প্রদায়িক মিলে মিশে বাংলাদেশকে রংধনু হিসেবে তৈরি করবো। রংধনু যেমন সকল রং নিয়ে সৌন্দর্য ছড়ায় ঠিক আমরাও সকলে মিশে বাংলাদেশকে এভাবে সৌন্দর্য ছড়াবো। জাতীয়তাবাদী দল বিএনপি’র কাছে সকল ধর্মের নিরাপদ। বিএনপি ক্ষমতায় আসলে সংখ্যালঘু নামে অন্য ধর্মকে ছোট করা হবে না।বিএনপি তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।
এইসময় তার সফরসঙ্গী হিসেবে রামপাল উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।