মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ১০ টা থেকে ১২ টার মধ্যে উপজেলার উত্তর বাজার সরকারি খাদ্য গুদাম সংলগ্ন এই নেতার বাসায় এ ঘটনা ঘটে।
অজ্ঞাতনামা চোরেরা প্রধান গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৪০ হাজার টাকা, একটি ভিশন এলইডি টিভি, দামী শাড়ি-কাপড়সহ প্রায় ১৫ লক্ষ টাকার মূল্যমানের মালামাল চুরি করে নিয়ে যায় অভিযোগকারীর এমন দাবি।
এ বিষয়ে আহ্বায়ক বিজন রায় ভৌমিক (রতন) জানান, “ঘটনার সময় আমি স্বপরিবারে পূজা মণ্ডপে পূজা উদযাপনে ছিলাম । পূজা মণ্ডপে ক’দিন যাবৎ বেশি সময় দিয়ে থাকি। বাসায় ফিরে এসে দেখি সবকিছু উধাও এবং এলোপাতাড়ি ছড়ানো ছিটানো । আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে চোরচক্রে সদস্যরা।
ঘটনার পরও এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ টিপু সুলতান জানান, “আমার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কার্যক্রম চলছে।