শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূবাইল মেট্রো থানার অন্তর্গত বিভিন্ন মন্দির পরিদর্শন করেন উত্তরা অন্বেষণ মডেল কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এগ্রো ব্যবসায়ী জনাব মোঃ সাখাওয়াত হোসেন।
মঙ্গল বার (৩০ শে সেপ্টেম্বর) পূবাইল মেট্রো থানার অন্তর্গত বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি পূজা মন্ডবগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি সুকিন্দ্র চন্দ্র দাস ,সাধারণ সম্পাদক অশোক কুমার দাস ,৪১ নং ওয়ার্ড অর্থ বিষয়ক সম্পাদক ফরহাদ মন্ডল ও যুবদল নেতা সুমন সরকার।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উনাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পূজা উপলক্ষে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।