সোমবার সন্ধায় মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ,সদর উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামছুল সরকার,শহর কমিটির সাবেক সাংগঠনিক জালাল গাজীসহ বিএনপির নেতৃবৃন্দ শহরের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবম্বীদের সঙ্গে শুভেচ্ছে বিনিময় করেন এবং পূজা মণ্ডপে আর্থিক সহায়কসহ উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পকে খোঁজখবর নেন।