শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

বাগেরহাটের চুলকাটি বনিকপাড়া শারদীয় দূর্গা পূজার শুভ উদ্বোধন করলেন এম এ সালাম

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট, বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
সারা দেশের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহা ষষ্ঠীতে ফিতা কেটে পুজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাগেরহাট জেলা বিএপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় চুলকাটি বনিকপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপ পরিদর্শন ও ফিতা কেটে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা শ্রমিক দলের সভাপতি লেয়াকত সরদার, বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি সাহেদ আলী রবি, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, বাগেরহাট সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাজিফুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, পূজা উদযাপন কমিটির সভাপতি দিপংকর সাধু, সাধারণ সম্পাদক কমারেশ সাধু ও চুলকাটি বাজার ব্যবসায়ী’সহ এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এম এ সালাম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি তারপরও সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের পাশে ছিলাম এবং থাকবো।  গত ৫ আগস্টের পর পূজা উদযাপন হয়েছিলো  আপনাদের এই পূজা মন্দিরে এসেছিলাম এবারেও আপনাদের পাশে আছি। পূজা উদযাপনে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা সেচ্ছাসেবক দলের কর্মীদের বলেনটিয়ার কার্ড দিয়েছি তারা যাতে আপনাদের মন্দিরে কোন অপশক্তি প্রবেশ না করতে পারে সেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবে। আপনারা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।
তিনি আরো বলেন, এই পূজা মন্দিরটি অস্থায়ী ভাবে পূজা উদযাপন করা হয় আগামীতে আপনাদের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মন্দিরটি স্থায়ী করে দেওয়ার আশ্বাস দেন। পূজা উদযাপনের উদ্বোধন ঘোষনা করেন এবং পূজা উদযাপন কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102