শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধি//রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১২.৩০ দিকে মিঠাপুকুর উপজেলার প্রধান ফটোকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবেশে অংশ গ্রহণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আসিকুর রহমান (এমপি) মিঠাপুকুর ৫নং আসন ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দীয় উপকমিটির প্রচার সম্পাদক রাশেক রহমান।
এমপি আশিকুর রহমান ভিডিও বক্তব্যে বলেন, সারাবিশ্বে অনেক দেশে জাতির পিতাদের ভাস্কর্য তৈরী করা হয়েছে। কিন্তু, বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরী করা নিয়ে মামুনুল হক, বাবু নগরী ও ফয়জুল করিম যে বক্তব্য দিয়েছে। তাতে বাংলাদেশে ভাস্কর্য তৈরী করা আর মুর্তি তৈরী করা একই কথা। ধর্মের নামে এসব বক্তব্য দিয়ে দেশে সহিংসতা, নৈরাজ্য ও আন্দোলন তৈরী করার চেষ্টা করলে সকলকেই প্রতিহত করা হবে। বাংলার মাটিতে জাতির পিতার ভাস্কর্য তৈরী করবে। এটা কেউ রুখতে পারবে না।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে মিঠাপুকুর উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার শাহাদত লিমন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোন্নাফ, রংপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি রাব্বি হাসান প্রমূখ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্ধ উপস্থিত ছিলেন।