শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় চরাঞ্চলসমূহে নেসকোর সোলার হোম সিস্টেম স্থাপন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

মোঃ তৌহিদ আলম লালমনিরহাট প্রতিনিধি:

বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এমপি নসরুল হামিদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আজকে আমরা নিরিবিচ্ছিন্ন বিদ্যুত পাচ্ছি। তিনি আছেন বলেই আমরা দেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছি এবং দূর্গম চরাঞ্চলের মানুষের ঘরে ঘরে আলো পৌঁছাতে সক্ষম হয়েছি৷ কেউ অন্ধকারে থাকবে না। সে লক্ষে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত নিরলস ভাবে কাজ করছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মুজিব বর্ষের শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে অফগ্রীড চরাঞ্চলসমূহে নেসকো লিঃ এর নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেসকো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট (অব.) মোতাহার হোসেন, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব হাবিবুর রহমান, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও নেসকো লিঃ এর চেয়ারম্যান এ. কে. এম হুমায়ূন কবীর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102