বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি পাসে লাজ ফার্মায় নিয়োগ, নিচ্ছে ক্যাশ অফিসার। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ঝিনাইদহের কোটচাঁদপুর আগুনে পুড়ে ভূষ্মিভুত। রামপাল মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার। একদিনে ১৩১২ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৬ জনের মৃত্যু। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,ফ্রি মেডিকেল ক্যাম্পিং, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। উৎসব মুখর পরিবেশে চলছে বণিক সমিতির ভোট গ্রহণ। লেখক হিসেবে স্বীকৃতি লাভ করলেন কয়রা উপজেলার কৃতি-সন্তান মাষ্টার শাহানূর আলম।

দিনাজপুরে ‘বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার’ উদ্বোধনকালে এমপি গোপাল ভাস্কর্য সাহিত্য সমৃদ্ধি ইতিহাসের একটি নিদর্শন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি॥- ‘সাহিত্য সমৃদ্ধি ইতিহাসের একটি নিদর্শন হচ্ছে ভাস্কর্য’ এমন মন্তব্য করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, যারা অতীতকে বিশ্লেষণ করতে পারে না, যারা অতীত সভ্যতাকে আবিষ্কৃত করে না, তারা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারে না। আর মূর্খ ধর্মান্ধরা মমত্ববোধ সহানুভূতির মর্যাদা রক্ষা করতে পারেনা। কারণ ধর্ম মানুষকে জ্ঞানী মহানুভব মানবতাবাদি করে কিন্তু ধর্মান্ধতা মানুষকে হিং¯্র করে তুলে।
তিনি বলেন, বীরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারের উদ্বোধনীর মধ্যদিয়ে গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিতের দ্বার উন্মেচিত হলো। আর এই কাজটি যিনি করেছেন ডা. ডিসি রায় তিনি মানব সেবায় নিজেকে স্বতঃস্ফূর্তভাবে সাধারন মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত করেছেন বলে আমি মনে করি।

৭ ডিসেম্বর ২০২০ সোমবার বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ‘বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
প্রখ্যাত ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. লাইক আহমেদ খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী, জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম হরেন্দ্র নাথ বর্মণ, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার এর চেয়ারম্যান ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডি.সি রায়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে ফলক উন্মোচন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ এবং ফিতা কেটে সেন্টারের উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি গোপাল। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা কার্যক্রম শুরু করা হয়।

এমপি গোপাল আরো বলেন, বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর প্রতি ভারত বন্ধুত্বের একটি উদাহরণ সৃষ্টি করেছে। বাঙালি এবং বাঙালিরা ভারতের প্রতি সে বন্ধুত্বের ভূমিকা সবসময়ের জন্য অব্যাহত রাখবে। কারণ ভারত-বাংলাদেশের বন্ধুত্ব¡ রক্তের বন্ধনে আবদ্ধ। আর রক্তের বন্ধনে যে বন্ধুত্ব আবদ্ধ তা অন্য কোন কিছুর মাপকাঠিতে বিশ্লেষণ করা যাবে না। যেকোনো সংকটকালীন মুহূর্তে ভারত যেভাবে বাংলাদেশের মানুষের পাশে অবস্থান নিয়েছে বাংলাদেশও তাদের পাশে সেই অবস্থান গ্রহণ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। আগামীতে এই সম্পর্ক আরো গভীরতর হবে। আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা বানিজ্য রয়েছে। ভারতে বিদেশ থেকে যে পরিমাণ লোক যায়, তার মধ্যে বাংলাদেশর মানুষের সংখ্যা বেশি। মানুষে মানুষে যে সম্পর্ক তা আমাদের দুই দেশের মধ্যে ব্যাপকভাবে রয়েছে। এক কথায় বাংলাদেশ-ভারত সম্পর্ক সোনলী অধ্যায়। তিনি বলেন, বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে ভাল করছে যা আজকের এই প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন অন্তত তাই প্রমাণ করে।
স্বাগত বক্তব্যে ডা. ডি.সি রায় বলেন, আমার মূল লক্ষ্য হলো- তৃণমুল পর্যায়ে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা। যাতে একজন রোগী সুলভে আধুনিক চিকিৎসা পায়। আর আমার আরেকটি লক্ষ্য হচ্ছে- বেশি বেশি সচেতনতামূলক পরামর্শ প্রদানের মাধ্যমে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের পা কাটার হাড় কমিয়ে আনা। সর্বপরি উত্তরবঙ্গে ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ব্যক্তিদের যুগোপযোগী চিকিৎসা সেবা নিশ্চিত করা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102