মোঃ বাবলু আলী রাজশাহী//বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি,সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তিক রাতের অন্ধকারে জাতির পিতার ভাস্কর্যভাঙ্গায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
আয়োজনে রাজশাহী জেলা যুবলীগ ও পুঠিয়া উপজেলা যুবলীগ।
এ সমাবেশে সভাপতিত্ব করেন জনাব আবু সালেহ্ সভাপতি রাজশাহী জেলা যুবলীগ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ সাবেক সাধারন সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ ওবাইদুর রহমান সহ-সভাপতি রাজশাহী জেলা যুবলীগ লীগ।
সঞ্চালনায় আলী আজম সেন্টু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজশাহী জেলা যুবলীগ।
ও জনাব মোঃ সেলিম শেখ শ্রম বিষয়ক সম্পাদক যুবলীগ রাজশাহী জেলা উপস্থিত জনাব মোঃ সুমনউজ্জামান সুমন যুবলীগ সাধারণ সম্পাদক পুঠিয়া উপজেলা।
উপস্থিত জনাব মোঃ এনামুল হক সাবেক সাধারন সম্পাদক (৩) নং বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ।
উপস্থিত জনাব মোঃ মাইনুল ইসলাম মহিন সভাপতি (৩) নং বানেশ্বর ইউনিয়ন (৫)নং ওয়ার্ড যুবলীগ।
প্রধান অতিথি জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ উনি বলেন আসসালামুয়ালাইকুম রাজশাহী জেলার প্রবেশদ্বার পুঠিয়ারঐতিহ্যবাহী স্থান বানেশ্বরে আজকের এই বিক্ষোভ মিছিল শেষের সমাবেশে এই মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই সমাবেশে একটু আগে বক্তৃতা দিয়েছে আমার ছোট ভাই ওবাইদুর রহমান সহ-সভাপতি যুবলীগ রাজশাহী জেলা সৌদি আরবের ইতিহাস রচিত করছিল আমি শুধু এইটুকু বলতে চাই যাদের পিছনে আমরা নামাজ পড়ি যাদেরকে আমরা খাদেম হিসেবে চিনি যাদের দেখে দাঁড়িয়ে সম্মান করে সালাম দেয় বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হুজুর দেখলে সালাম দেন এদের মধ্যে গুটিকয়েক মানুষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সারা বাংলাদেশের বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে পড়া বুড়িগঙ্গায় ফেলে দেবে একজন আলেমের মুখে এ ধরনের কথা কোনদিনও শোভা পায় না। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই সমাবেশ থেকে এ অঞ্চলের মানুষদের বিবেকের কাছে নিবেদন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই পৃথিবীতে শুধু ছোট বাংলাদেশই একমাত্র মুক্তির দেশ নয় পৃথিবীতে প্রত্যেকটি দেশে এই ধরনের ভাস্কর্য আছে।