মোঃ রনি মিয়া জগন্নাথপুর সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের লেপের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই। প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের প্রায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ পূর্ব বাজারে ইউনিয়ন পরিষদের পাশে বাজারের লেপের ব্যবসায়ী আব্দুল মান্নানের লেপ দোষক বানানোর কারখানায় বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) বিকাল প্রায় ৪ টা ৩০ মিনিটের দিকে কারেন্ট এর সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মহুরতের মধ্যে আগুনে লেলিহা শিখা কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথে বাজারের থাকা ব্যবসায়ী সহ সকল মিলে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনা স্থানে গেলেও এর পূর্বে আগুন নিয়ন্ত্রনে আসে।
এ ব্যাপারে লেপ তোষকের ব্যবাসীয় আব্দুল মান্নান বলেন, কারেন্ট এর সট সার্কিট থেকে আগুন লেগেছে। এ আগুনে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার বাজারবাসী ও সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইছরাক আলী বলেন, প্রায় সাড়ে ৪টার দিকে লেপের কারখানায় আগুন লাগে। আমাদের সকলের চেষ্টার প্রায় আধা ঘন্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন নেভানোর পর জগন্নাথপুর থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনা স্থানে আসেন।