শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

শোক, শ্রদ্ধায় সমাহিত আল জাজিরার নিহত ৫ সাংবাদিক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাজার আল-শিফা হাসপাতালের বাইরে ইসরাইলি বিমান হামলায় নিহত পাঁচ আল জাজিরা সাংবাদিককে সমাহিত করা হয়েছে। তাদের জানাজায় অংশ নেন শত শত ফিলিস্তিনি।

আল জাজিরা জানিয়েছে, সোমবার (১১ আগস্ট) বিপুল সংখ্যক জনতা জানাজায় যোগ দেন এবং ওই সাংবাদিকদের মরদেহ আল-শিফা হাসপাতাল থেকে মধ্য গাজার শেখ রাদওয়ান কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

এসময় নিহতদের সহকর্মী, বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ভিড়ের মধ্যে একজনকে একটি ‘প্রেস’ ফ্ল্যাক জ্যাকেট তুলে ধরতেও দেখা যায়।
 
রোববার রাতে ইসরাইলি হামলায় সাতজন নিহত হন। তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট সংবাদদাতা আনাস আল-শরিফ এবং মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোমেন আলিওয়া এবং মোহাম্মদ নওফেল। নিহতদের মধ্যে ফ্রিল্যান্স প্রতিবেদক মোহাম্মদ আল-খালদিও ছিলেন। 
এই হামলায় আরও তিনজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানায় রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।
 
আল জাজিরার যাচাই করা ফুটেজে দেখা গেছে, শোকাহতরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং নিহত সাংবাদিকের কথা উল্লেখ করে কেউ কেউ অঙ্গীকার করছেন, ‘আমাদের আত্মা এবং রক্ত, আমরা তোমার জন্য উৎসর্গ করছি, আনাস’।
 
ইসরাইলি বাহিনীর এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। ইসরাইলি সামরিক বাহিনীকে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের অবস্থানে আঘাত করার অভিযোগ তুলেছে তারা।
 
আল জাজিরা বলেছে, ‘ইসরাইলি সেনাবাহিনী তাদের অপরাধ স্বীকার করেছে। এ ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকটি স্পষ্ট এবং পূর্বপরিকল্পিত আক্রমণ।’ 
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102