শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ স্বর্ণের বার সহ এক চোরাকারবারী আটক

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ভারতে পাচারের আগেই চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার সহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যগন।

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরের সময় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি  চৌকস দল দর্শনার ঈশ্বরচন্দ্রপুর রাস্তার উপর অবস্থান নেয়। সেই সময়ে মোটরসাইকেলে যোগে দুই সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের থামার সংকেত দেওয়া হয়। একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপর জন পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়।

বিজিবি সদস্যগণ পুকুর থেকে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আবদিন মিয়াকে আটক করে। আটকের সময় সে তার কাছে থাকা একটি প্যাকেট পুকুরে ফেলে দেয়। পরে তার দেহ তল্লাশি করে স্কচটেপ মোড়ানো আরেকটি প্যাকেট উদ্ধার করা হয়। এরপর পুকুর থেকে ফেলে দেওয়া প্যাকেট টি উদ্ধার করে বিজিবি। এসময়ে দুটি প্যাকেট থেকে মোট ২১টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত ২১টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৪৪৯ গ্রাম, যাহার আনুমানিক বাজার দর ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। এছাড়াও, আটক ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ফোন  নগদ ২০২ টাকা জব্দ করা হয়েছে।

এই ঘটনায় বিজিবির নায়েক জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102