সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

‘আ.লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিভিন্ন ফসলের উৎপাদন হার বৃদ্ধির তথ্য তুলে ধরার পর গণমাধ্যমকর্মীরা স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। তবে কৃষির বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করেন উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিনালদের (অপরাধী) জামিন দেওয়ার বিরুদ্ধে।

তিনি বলেন, গতবারের চেয়ে এবার ধানের উৎপাদন ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৪ শতাংশ। তবে আলুর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আলু চাষিরা এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য সরকারের আলু চাষিদের প্রণোদনা দেয়ার চিন্তা-ভাবনা আছে।

কৃষি উপদেষ্টা বলেন, এবার পেঁয়াজের উৎপাদন ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শাক-সবজির উৎপাদনও প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার চাইছে যেন পুরো মৌসুমজুড়ে সবজির দাম সহনীয় থাকে। এ ছাড়া সরিষা উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৮৬ শতাংশ। এসব সংরক্ষণে সরকার কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়াচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান সময়ে স্মরণকালের সবচেয়ে বেশি নন ইউরিয়া সার মজুদ আছে। ১৯৬১ সালের পর এর এটি সবচেয়ে বেশি মজুদ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102