চলমান রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন—এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
বুধবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “জুলাই সনদে যেহেতু নির্বাচনের সময়সীমা পরিষ্কার করা হয়েছে, আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নির্বাচনকে সামনে রেখে সব প্রক্রিয়া আইনি কাঠামোর মধ্যেই এগিয়ে চলছে।”
তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র পুনর্বিন্যাস ও নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণের কাজ চলমান রয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই কমিশনের অগ্রাধিকার।
সিইসি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণের আস্থা অর্জনেই হবে এবারের নির্বাচনী প্রচেষ্টা।