শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ব্যাংক কর্মকর্তা হত্যার প্রতিবাদে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা আবদুল আজিজ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত ও কর্মরত ব্যাংক কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর আগে তারা বিক্ষোভ মিছিল ও এক মিনিটের নীরবতা পালন করেন।

অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম ও কক্সবাজারমুখী শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তবে আন্দোলনকারীরা জরুরি রোগীবাহী যানবাহন চলাচলে কিছুটা সহনশীলতা দেখান।

বিক্ষোভকারীরা বলেন, একজন ব্যাংক কর্মকর্তা হয়েও আবদুল আজিজ নিরাপদে বাড়ি ফিরতে পারলেন না—এটি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা। তাদের দাবি, চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আন্দোলনে আজিজ সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় না আনলে তারা বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু নোমান ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। এ সময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমও ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। এতে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় শুক্রবার দিবাগত রাতে ছিনতাইকারীর কবলে পড়ে আবদুল আজিজের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই পটিয়ার চাকরিচ্যুত ও কর্মরত ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102