রোববার (২৭ জুলাই) সকালে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দিরে শ্রাবণ মাস উপলক্ষে ভক্তদের ভিড় ছিল বিপুল। ভিড়ের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত মানুষ হুড়োহুড়ি শুরু করে। এতে পদদলিত হয়ে মারা যান অন্তত ৭ জন, আহত হয়েছেন আরও ৫৫ জন।
গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানান, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন, প্রশাসন ও উদ্ধারকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।
ভিড় নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন উঠেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।