সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর ভিডিও আজকের নয় : ডিএমপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানো সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, ভিডিওগুলো পুরনো। এগুলোর সঙ্গে চলমান কোনো ঘটনার সম্পর্ক নেই।

রোববার (২০ জুলাই) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, সেগুলো আসলে বহু আগের পুরনো ভিডিও। কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে ভিডিওগুলোকে আজকের ঘটনা হিসেবে প্রচার করছে। ওইসব স্থানে আজ এ রকম কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এতে বলা হয়, মানুষের মনে অহেতুক ভীতি ও আতংক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এসব পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করছে।

এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে নগরবাসীকে আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে ডিএমপি তৎপর রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102