নেত্রকোণা-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর মৃত্যু নিয়ে ‘গুজব’ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নেত্রকোণা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কারাগারে মৃত্যুসংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের খবরটি সঠিক নয়। তিনি কারাগারে আটক ছিলেন না। বিষয়টি একটি গুজব।
এ বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন কারা অধিদপ্তর।
এদিকে, পিন্টুর ভাগনে জাকির হোসেন প্রবাল জানান, তার মামা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গত ২৮ জুলাই ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন পিন্টু। তবে, তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যে তথ্য ছড়িয়ে পড়ে। সেখা দাবি করা হয়, কারাগারে নির্যাতনের কারণে তিনি মারা যান।
উল্লেখ্য, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের বাসিন্দা পিন্টু। তিনি ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে এমপি নির্বাচিত হন।