ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার তেহরানে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশের সাম্প্রতিক হামলার জন্য ইসরাইল সরকার ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক আদালতে মামলা করার নির্দেশ দিয়েছেন।
মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আইনী পদক্ষেপ নেওয়াকে সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেন এবং বলেন, ‘যদিও বিচার প্রক্রিয়ায় বিশ বছর সময় লাগতে পারে, তবুও অপরাধীদের জবাবদিহি করতে হবে।’
খামেনি আরও বলেন, চলমান ১২ দিনের যুদ্ধ ইরানের সামরিক ও কৌশলগত শক্তির পাশাপাশি জনগণের দৃঢ় সংকল্প ও জাতীয় ঐক্যের পরিচায়ক। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার “আজ্ঞাবহ ইহুদিবাদী শাসনব্যবস্থা”কে এক শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, এখন ইরান যুক্তরাষ্ট্রকে ভয় করে না, বরং যুক্তরাষ্ট্রের মধ্যেও ভয় সৃষ্টি করে।
এর আগে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি জানান, পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশের চাপের কাছে মাথা নত করবে না তেহরান। মেহের নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান পশ্চিমা পদক্ষেপের যথাযথ জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে।