শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

ইরানে শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকানে এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তির মৃত্যুদণ্ড জনসমক্ষে কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগীয় ওয়েবসাইট মিজান অনলাইনে বলা হয়, নিহত শিশুটির পরিবার মামলার পুরো প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেয় এবং জনসমক্ষে শাস্তি কার্যকরের দাবি জানায়।

প্রদেশটির প্রধান বিচারপতি নাসের আতাবাতি জানিয়েছেন, এই মামলাটি সমাজে ব্যাপক আবেগী প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তাই এটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং জনগণের দাবি মেনে জনসমক্ষে রায় কার্যকর করা হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে স্থানীয় আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং পরে ইরানের সর্বোচ্চ আদালত সেই রায় বহাল রাখে। বিচারপতি আতাবাতি জানান, ভুক্তভোগীর পরিবার ও সাধারণ মানুষের আবেদনের ভিত্তিতে এবং মামলাটির সামাজিক প্রভাব বিবেচনায় জনসমক্ষে শাস্তি কার্যকর করা হয়েছে।

ইরানে জনসমক্ষে মৃত্যুদণ্ড নতুন কোনো ঘটনা নয়। সাধারণত ধর্ষণ, হত্যা এবং সমাজে চরম প্রভাব ফেলতে সক্ষম অপরাধের ক্ষেত্রে এমন শাস্তি দেওয়া হয়ে থাকে। দেশটিতে ধর্ষণ ও হত্যা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চীনের পর ইরান বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ। এই ধরনের প্রকাশ্য শাস্তি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনাও রয়েছে। তবে ইরানি কর্মকর্তারা দাবি করেন, সমাজে শৃঙ্খলা বজায় রাখা এবং ভয়াবহ অপরাধ ঠেকাতে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102