শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

ট্রাম্পকে ইরান আক্রমণ থেকে সরে আসতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে সতর্ক করে বলেছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতের ‘বৃদ্ধির বড় ঝুঁকি’ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্টারমার বলেন, ‘এ মুহূর্তে প্রয়োজন শান্ত ও দায়িত্বশীল কূটনৈতিক উদ্যোগ। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বেশ কয়েক দফা আলোচনা হয়েছে, এবং আমার মতে, এটাই সমস্যা সমাধানের সঠিক পথ।’

প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি চলমান উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সফরকালে তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ পররাষ্ট্র উপদেষ্টা ও রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং ল্যামির মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102