ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে ইউরোপীয় কূটনৈতিক উদ্যোগের পরিকল্পনা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনার মাধ্যমে এই সংঘাতের সমাধান সম্ভব বলে বিশ্বাস করেন ম্যাক্রোঁ। এজন্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী জেন-নায়েল ব্যারটকে।
১৩ জুন ভোরে ‘অপারেশন দ্য রাইজিং লায়ন’ নামে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। তেহরান জানায়, এতে এখন পর্যন্ত ৬০০ জন নিহত ও ১,৩০০ জন আহত হয়েছেন। এর পাল্টা জবাবে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ চালাচ্ছে ইরান।
বৃহস্পতিবার ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সোরোকা হাসপাতালে আঘাত হানে। এতে অন্তত ১৩৭ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
সংঘাত দিন দিন তীব্রতর হওয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক মধ্যস্থতার তাগিদ বেড়েছে।