ভারতকে ‘বিদেশি হস্তক্ষেপকারী দেশ’ হিসেবে উল্লেখ করেছে কানাডার শীর্ষ গোয়েন্দা সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (CSIS)। বুধবার প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে ভারতের কর্মকাণ্ডকে ‘ট্রান্সন্যাশনাল রিপ্রেশন’ অর্থাৎ আন্তর্জাতিকভাবে বিরোধী কণ্ঠরোধের অংশ বলা হয়েছে।
প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হলো, যখন জি-৭ সম্মেলনে কানাডা ও ভারতের প্রধানমন্ত্রী সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছেন। তবে মোদিকে আমন্ত্রণ ঘিরে কানাডার শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
CSIS-এর দাবি, ভারতীয় কর্মকর্তারা এবং কানাডাভিত্তিক ‘প্রক্সি এজেন্ট’রা খালিস্তান ইস্যুতে কানাডার নীতিকে ভারতের স্বার্থে প্রভাবিত করতে সক্রিয়।
চীনকে সবচেয়ে বড় গোয়েন্দা হুমকি হিসেবে চিহ্নিত করলেও ভারত, রাশিয়া, ইরান ও পাকিস্তানের কথাও উল্লেখ করেছে সংস্থাটি।
এ বিষয়ে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস