শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে যুদ্ধবিমান, জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। দুজন মার্কিন কর্মকর্তা বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্টভাবে জানাননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা করবে কি না। এরই মধ্যে মধ্যপ্রাচ্য থেকে দেশটি তাদের সামরিক যান সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।

মধ্যপ্রাচ্য থেকে বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখা বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা।

তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানাননি।

একজন কর্মকর্তা বলেন, আল-উদেইদ ঘাঁটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাহরাইনের একটি বন্দরের জাহাজগুলোও সেখান থেকে সরানো হয়েছে। এই বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গ নিউজ বুধবার জানিয়েছে, হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তারা ইরানে আসন্ন হামলার সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন।

তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

তবে এদিকে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের যৌথ হামলার আলোচনার মধ্যে নিজ দলের সমর্থকদের সমালোচনা ও তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি এখন মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েন তাহলে এই অঞ্চলে তাদের কূটনীতিক সম্পর্ক ও প্রচেষ্টা বাধার সম্মুখীন হবে।

এছাড়াও ২০২৬ দেশটিতে অনুষ্ঠিতব্য মিড টার্ম ইলেকশনেও রিপাবলিকানদের দলে নেতিবাচক প্রভাব পরার আশঙ্কা করছেন বিশ্লেষক ও সমর্থকরা।

এদিকে বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কবার্তা জারি করেছে। সেখানে তাদের মার্কিন দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে। দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা।

দূতাবাস কর্মী ও কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ‘চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102