তহিদুল ইসলাম সানি, মোংলা সংবাদদাতা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপির জন্য মংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় মংলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেগম হাবিবুন নাহার এমপি করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে,তার রোগমুক্তি কামনায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করে।আজ সন্ধ্যায় মংলা উপজেলা,ও পৌর আওয়ামীলীগসহ সহযোগী সকল সংগঠনের ব্যানারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বাবু সুনীল কুমার বিশ্বাস,মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার মন্ডল,।
মোংলা উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, পৌর যুবলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল আল মামুন, মংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, মোংলা পৌর ছাত্রলীগের সভাপতি কাজী রানা, সাধারণ সম্পাদক শেখ বাপ্পী,সহ সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।