শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাট রামপালে বিএনপি’র অফিস ভাংচুর, থানায় অভিযোগ। বাগেরহাটের রাখালগাছিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত। গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে নাঃ ডেনমার্ক। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছেঃ মির্জা ফখরুল। শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কথা স্বীকার করেছে দিল্লি। টানা জয়ে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ। ৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি। বিডিআর বিদ্রোহের বিচারঃ অস্থায়ী আদালতে আগুন, নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪। রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল।

৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতের নাম- মোঃ এলাহী শেখ (২৮)।

বুধবার (৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার রাতে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাত ৯:০০ ঘটিকায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার দক্ষিণ যাত্রাবাড়ী মসজিদের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৯:৩০ ঘটিকায় টিমটি ধোলাইপাড় মোড়ে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে রাত ৯:৫০ ঘটিকায় ধোলাইপাড়ের দক্ষিণ যাত্রাবাড়ীর কবরস্থান রোডের বাইতুল শাফস কবরস্থান রোডের শারফ মসজিদের মেইন গেইটের সামনে সন্দেহভাজন একটি নীল-সাদা রঙয়ের টাটা মিনি কাভার্ডভ্যান পার্ক করলে কাভার্ডভ্যানে থাকা এলাহী শেখকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা মোঃ রিপন ও মোঃ রমজান নামে দুইজন কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। আটক এলাহী শেখকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় কাভার্ডভ্যানটির পিছনে গাঁজা রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে কাভার্ডভ্যানটির পেছন হতে নয়টি প্যাকেটে রক্ষিত সর্বমোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৮০ হাজার টাকা। এছাড়া গ্রেফতারকৃতের হেফাজত হতে মাদক বিক্রির নগদ ‍দুই হাজার টাকা পাঁচশত টাকা জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃত এলাহী শেখ ও পলাতক মোঃ রিপন ও মোঃ রমজানের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত এলাহী শেখ পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নিকট গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করেছে। এলাহী শেখ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102