মোঃ রনি মিয়া জগন্নাথপুর সংবাদদাতা ::
জগন্নাথপুরে নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন মা-বাবা । জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভূমিষ্ট হওয়া কন্যা শিশুকে ফেলে রেখে পালিয়ে গেছে শিশুটির মা-বাবা । মর্মস্পর্শী ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার বিকেলে সন্তান সম্ভাবা স্ত্রী সাইদা বেগমকে নিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফারুক মিয়া পরিচয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন । বিকেলে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় । সন্তানটিকে হাসপাতালে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছিল। এক পর্যায়ে শিশুটির মা বাবা সন্ধ্যার পর শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যায় । হাসপাতালে ভর্তির তথ্য মতে খোঁজ নিয়ে কোন সন্ধান মিলেনি । জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধর জানান, শনিবার বিকেলে সন্তান সম্ভাবা নারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের তত্বাবধানে নরমাল ডেলিভারি হয় । শিশুটি ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছিল। কোন এক সুযোগে শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যায় শিশুটির মা-বাবা । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও সেবিকার নজরে এলে শিশুর বাবা মায়ের খোঁজ শুরু করা হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি জগন্নাথপুর থানা পুলিশ কে অবগত করা হয় । জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শিশুটির বাবা মায়ের পরিচয় শনাক্তে কাজ করছি। এখানো সন্ধান পাওয়া যায়নি । কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম জানান,বালিকান্দি গ্রামে খুঁজ করে এই নামের কাউকে পাওয়া যায়নি । মনে হয় হাসপাতালে ভুল তথ্য দিয়ে ভর্তি হয়েছে।