পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা এলাকায় একটি ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর স্থানীয় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং জনজীবনে অস্থিরতা দেখা দেয়।
এনডিটিভি জানিয়েছে, দুপুরে শাকাই তহসিল এলাকায় স্থানীয় একটি শান্তি কমিটির বৈঠক চলাকালে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের ওয়ানার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে শান্তি কমিটির একাধিক সদস্যও রয়েছেন।
পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান নিজ বাসভবনের অতিথিশালায় একটি জিরগা (উপজাতীয় সভা) আহ্বান করেছিলেন। বৈঠক চলাকালীনই আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। এতে সাইফুর রহমানসহ বহু মানুষ হতাহত হন। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, এখনও নিশ্চিত হওয়া যায়নি বিস্ফোরণটি আত্মঘাতী ছিল নাকি রিমোট কন্ট্রোলড। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।