খুলনা রুপসা ঘাটে টোল আদায়ের নামে চলে নিরব চাঁদাবাজি এ যেনো দেখার কেউ নেই,এবং অচিরেই টোল মুক্ত করতে হবে, ঠিক এমনই দাবি জানিয়ে মানব বন্ধন করেছেন সাধারন জনতা।
রূপসা ঘাট জনসাধারণের জন্য টোল মুক্ত করার দাবি দীর্ঘদিনের। সময় এসেছে এই দাবি আদায়ের । টোল মুক্ত রূপসা ঘাট দাবি আদায়ের লক্ষ্যে আজ ১৩ এপ্রিল রোববার ২০২৫ ইং সকাল ১০ ঘটিকায় রূপসা ঘাটে ঐতিহাসিক এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানব বন্ধনে রূপসা উপজেলা সহ আশপাশের সকল উপজেলার মানুষের অংশগ্রহণ করেন।
মানব বন্ধনের কারনগুলা মধ্যে এগুলো অন্যতম
এক মাস আগে ঘাট পার হতে ১ টাকা দিতে হতো,এখন তা দুই টাকা।কোনরকম একটু বড় সড় ব্যাগ দেখলেই তারা বিভিন্ন এমাউন্ট দাবী করে।একটা নষ্ট কম্পিউটার,নষ্ট টিভি যদি মেকানিক দিয়ে সেরে আনতে খুলনা যাওয়া হয় তার জন্যও টাকা দিতে হয়।প্রতিদিন লাখ লাখ টাকা আদায় করে এবং জনপ্রতি একটাকা থেকে দুই টাকা করেও প্লাটফর্মে বা ঘাট উন্নয়নে করেনা।বর্তমানে ঘাট ভেঙে পড়ার মত পরিস্থিতি।রুপসা ঘাটে যারা দায়িত্বে আছে তারা যাত্রীদের সাথে খুব বাজে ব্যবহার করে।
এমন অভোযোগও ওঠে যদি তাদের মনমত টাকা দিতে যদি অস্বিকৃতি জানানো হয় তাহলে তারা জনগণকে ব*কা ব-কি করে,বাজে বাজে কথা বলে,অপমান অপদস্থ করে এমনকি একটা সংবদ্ধ গ্রুপ আছে যারা অতিরিক্ত টাকা দিতে অস্বিকৃতি জানালে গায়ে পর্যন্ত হাত তুলতে আসে
সাধারণ মানুষ এই জুলুমের প্রতিকার চায়,অচিরেই রূপসা-ঘাট টোলমুক্ত ঘোষনা করা হোক এবং সেই সাথে রূপসা ঘাটে ফেরি চালু করা হোক।এখানে ফেরি যথেষ্ট প্রয়োজন আছে,প্রতিদিন এত পরিমাণ লোক পারাপার হয় যে মাঝে মধ্যে ট্রলারে ঝুকি নিয়ে নদী পারাপার হয়।